ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ৩ টি গ্রামে ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকের বাড়ি-ঘরে ককটেল হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যানের বাড়িসহ সমর্থকদের ২০ টি ঘর-বাড়ি ভাংচুর করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় ১ টি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ।

হামলার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের দায়ী করে ইউপি চেয়ারম্যান মহসিনা হক জানান, ইউনিয়নের আমঘাটা গ্রামে শুক্রবার ভোর ৫ টার দিকে তার বাড়ি-ঘরে মুর্হুমুহু ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষরা।

এ সময় আমঘাটা গ্রামে তারসহ সমর্থকদের ৮ টি ঘর-বাড়ি ভাংচুর করা হয়। এছাড়া ভোর ৬ টার দিকে হামলা চালিয়ে চরডুমুরিয়া গ্রামে ৭ টি ও চৈতারচর গ্রামে আরো ৫ টি বাড়ি-ঘরে ভাংচুর তান্ডব চালিয়েছে প্রতিপক্ষরা।

সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রাম গুলোতে ককটেল হামলার সত্যতা মিলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আমঘাটা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টার উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। শুক্রবার বিকেল ৩ টার দিকে তার মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিডি২৪লাইভ/

Leave a Reply