জসীম উদ্দীন দেওয়ান : তিন দিনের টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জে দুর্যোগ আক্রান্ত ১,১১৫ হেক্টর আলুর জমি। জমি থেকে পানি সরাতে সেচের কাজে ব্যস্ত হয়ে পরেছেন এখানকার কৃষকরা। গেলো বারের লোকসানের ভার কমাতে নতুন আশায় আলু আবাদ শুরু করলেও, অসময়ের বৃষ্টি নতুন করে লোকসানের পথে ঠেলে দিয়েছে তাদের। কৃষকদের শুধু আলু আবাদের উপর নির্ভর না করে অন্যান্য ফসল চাষের পরামর্শ কৃষি কর্মকর্তার।
তিন দিনের বৃষ্টিতে নিজের আলুর জমিতে জমে থাকা পানি সরাতে সোমবার সকাল থেকে আলুর কেলের পাশে ড্রেন করার চেষ্টা করে যাচ্ছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আজিমপুরার আলু চাষি ৬৫ বয়সী জসীম উদ্দীন। গেলো বছর তিন কানি জমিতে আলু আবাদ করে লোকসান গনতে হয়েছিলো প্রায় ১০ লাখ টাকা। এবার সেই লোকসানের ঘাটতি কমাতে বুকে স্বপ্ন নিয়ে ধার দেনা করে শুরু করেছে আলু আবাদ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ স্বপ্ন দেখাতে বাঁধ সাধে জসীম উদ্দীনের। কৃষক জসীম উদ্দীন জানান, গেলো বারের ১০ লাখ টাকা লোকসান পুষাইয়া, এবার কিছু টাকা পুঁজি করার আশা নিয়া নতুন কইরা আবাদ শুরু করছি। আর এবারের আবাদ করতে যাইয়া ঋনের বোঝা ভারি হইয়া গেছে। ১২ দিন হয় জমিতে আলু রোপন করছি। দুই তিন দিনের মধ্য আলুর গাছ গজানোর কথা। তিন দিন ধইরা জমিতে আটু পানি, অকাল বৃষ্টিতে রোপন করা আলু নষ্ট হইয়া যাইবো, মনের শান্তনায় জমি থেইকা পানি সরানোর চেষ্টা করতাছি।
জসীম উদ্দীনের মতো এ জেলার ৮০ হাজার আলু চাষিদের গল্পটা প্রায় একই রকম। আলু আবাদে গেলো বছর পাঁশ কোটি টাকা লোকসান গনতে হয়েছে তাদের। এখনো গেলো বছরের আবাদি আলু থেকে অবিক্রিত এক লাখ মেট্টিক টন আলু হিমাগারে রয়েগেছে এই জেলার কৃষকদের। তবুও নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে, নতুন করে আলু চাষ করছেন তারা।
কৃষকরা জানান, প্রতি শতাংশ আলু চাষে তাদের খরচ হয়রকমপক্ষে এক হাজার টাকা। কৃষি বিভাগের হিসেবে তিন দিনের বৃ্ষ্টিতে দুর্যোগে আক্রান্ত দুই লাখ ৭৫ হাজার ৪০০ শতাংশ জমিতে ক্ষতির পরিমান সাতাশ কোটি ৭৫ লাখ টাকা। তবে কৃষি প্রনোদনার সুযোগের কথা জানতে চাইলে আলু চাষের প্রতি কৃষকদের ঝুঁকে না পরে অন্যান্য ফসল আবাদের পরামর্শ জেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন কবীরের।
এবার মুন্সীগঞ্জে ৩৯৩০০ হেক্ট্রর জমিতে আলু আবাদের লক্ষ্য মাত্রা থাকলেও আবাদ হয়েছে ২৮২২১ হেক্ট্রর জমিতে, অনাবাদি ১১ হাজার হেক্ট্রর জমিতে আলু আবাদ না করে বুড়ো ধান চাষ করতে বললেন হুসায়ুন কবীর।
Leave a Reply