মুন্সীগঞ্জে প্রশ্ন পত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ৯ জন, সকল বিষয়ের পরীক্ষা স্থগিত

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রসাসন ও পুলিশের অভিযানে সরকারী হরগংগা কলেজের অনার্স পড়ুয়া ৯ শিক্ষার্থীকে আটক করা হয়।

এই ঘটনায় বছিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের এক খন্ডকালীন শিক্ষিকা ফারিয়া হোসেনকে বুধবার দুপুরে আটক করা হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ১২ তারিখ সকাল ১০টা থেকে প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে চতুর্থ শ্রেনীর পরীক্ষা নেবার কথা থাকলেও। ১১ তারিখ রাতে তাঁর কাছে প্রশ্ন ফাঁসের প্রমান আসে, এর পর ১২ তারিখে ২য় শ্রেনী থেকে চতুর্থ শ্রেনীর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়। এই ঘটনায় ১২ তারিখ রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ম্যাস থেকে অনার্সে পড়ুয়া নয়জন শিক্ষার্থীকে আটক করে তাদের কাছে সকল পরীক্ষার প্রশ্ন পাবার কারণে সকল পরীক্ষা স্থগিত করা হয়।

আটককৃতরা, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ান বলে তারা শিক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেন বলেও জানান তিনি। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সায়লা ফারজানা। এই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোমল মতি শিশুরা পরীক্ষা দিতে যেয়ে ফিরে এসে হতাশায় পরে যান। তবে স্থগিত সকল পরীক্ষাগুলো ১৭ ডিসেম্বর থেকে হবার কথা রয়েছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চনাল বালা।

Leave a Reply