আলদীবাজারে বিকল্প সড়কের নামে নদী দখল

কাজী সাব্বির আহমেদ দীপু: প্রশাসনের অনুমতি ছাড়াই মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদীবাজার এলাকায় প্রকাশ্যে খুঁটি পুঁতে ও বালুর বস্তা ফেলে কাজল রেখা নদী দখল করার কাজ চলছে। বেইলি ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণের লক্ষ্যে বিকল্প সড়ক ও মসজিদের রাস্তা করার নামে গত এক সপ্তাহ ধরে সাব-ঠিকাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নদীতীর দখলে বালু ভরাট করা হচ্ছে। এমনকি নদীর ওপর দিয়ে বিকল্প সড়ক নির্মাণ করতে সংশ্নিষ্ট প্রশাসন এখনও কোনো অনুমতি দেয়নি। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এখনও টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় করেনি বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবিরুল ইসলাম খান। সড়ক ও জনপথের আবেদনের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে সাময়িক বিকল্প সড়ক নির্মাণের অনুমতি দেওয়া হলেও এর পরিবর্তে বালুর বস্তা ফেলে নদীতীর দখল করার অনুমতি দেওয়ার কোনো বিধান নেই সরকারি নির্দেশনায়। অন্যদিকে বালুর বস্তা ফেলে প্রকাশ্যে নদীতীর দখলের কাজ অব্যাহত থাকলেও সংশ্নিষ্ট প্রশাসন নিশ্চুপ রয়েছে। বিকল্প সড়ক নির্মাণের সাব-ঠিকাদারের সঙ্গে নেপথ্যে প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী প্রতিবাদ করতেও সাহস পাচ্ছে না।

সাব-ঠিকাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি, নতুন সেতু নির্মাণের ঠিকাদারি কাজের মালপত্র রাখা ও বাজারের মসজিদের রাস্তার জন্য নদীতীরের কিছু অংশ ভরাট করা হচ্ছে, যাতে মুসল্লিরা মসজিদে যাতায়াত করতে পারেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন, মসজিদের রাস্তা নির্মাণের কথা বলে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের প্রায় ৫ শতাংশ জায়গা বালু ভরাট করে দখল করার ফলে কাজল রেখা নদী ছোট খালে পরিণত হবে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, আলদীবাজারে কাজল রেখা নদীর ওপর থাকা বেইলি ব্রিজ ভেঙে সেখানে পাকা সেতু নির্মাণের দরপত্র আহ্বানের পর ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত যানবাহন ও মানুষের চলাচলের জন্য সংশ্নিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এ বিকল্প সড়কটি হবে উত্তর ও দক্ষিণমুখী। বর্তমানে এর প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে সংশ্নিষ্ট সূত্রটি জানায়, ঠিকাদারের লোকজন পূর্ব ও পশ্চিমমুখী খুঁটি পুঁতে নদীতীর ভরাট করার বিষয়টি তাদের জানা নেই। এমনকি দরপত্রে উল্লেখ বা কর্তৃপক্ষের কোনো নির্দেশনাও নেই।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী সমকালকে বলেন, বেইলি ব্রিজ ভেঙে এখানে পাকা সেতু করবে সড়ক ও জনপথ। সেতু নির্মাণের মূল ঠিকাদার তাকে বিকল্প সড়ক নির্মাণের জন্য সাব-ঠিকাদার নিযুক্ত করেন। তাই উত্তর-দক্ষিণমুখী বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদীর তীরের পশ্চিম-দক্ষিণে আলদীবাজারের মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে। মসজিদের মুসল্লিদের যাতায়াতের রাস্তা নির্মাণ ও অন্যান্য সুবিধার জন্য তীরের কিছু অংশ ভরাট করা হচ্ছে। যাতে ১০ ফুট প্রস্থের রাস্তা করা যায়। ভালো উদ্যোগের অনেকেই সমালোচনা করে।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাবিরুল ইসলাম খান সমকালকে বলেন, বেইলি ব্রিজ ভেঙে নতুন আরসিসি সেতু নির্মাণ করার লক্ষ্যে বিকল্প সড়ক নির্মাণের জন্য সওজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত সংশ্নিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় করেনি। যেহেতু উত্তর-দক্ষিণমুখী সেতু নির্মিত হবে, সে অনুযায়ী বিকল্প সড়কও একই মুখী হওয়ার কথা। তিনি সমকালকে বলেন, ‘সবুজে সাজাই মুন্সীগঞ্জ’ স্লোগানে দখল হয়ে যাওয়া নদী ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক সায়লা ফারজানা। সেখানে নদী ভরাট করার অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। নদীতীর দখল করে পূর্ব-পশ্চিমমুখী বালুর বস্তা ফেলে ভরাট করার বিষয়টি জানা নেই। আপনার মাধ্যমে বিষয়টি জেনে ভালো হলো। আমি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখব। কোনোভাবেই নদীর তীর দখল করতে দেওয়া হবে না বলেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদের সঙ্গে গত রোববার ও বুধবার একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

সমকাল

Leave a Reply