নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটকার চাপায় রাহেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আড়িয়াল গ্রামের মৃত. মাওলানা সোবহান মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে লিংক রোড পার হওয়ার সময় রাহেলা বেগমকে একটি প্রাইভেটকার চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগমের মৃত্যু হয়।
ফতুল্লার কায়েমপুর এলাকায় জাকির হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করেন রাহেলা বেগমের তিন মেয়ে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই নাহিদ সুমন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটারের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।
ঢাকাটাইমস
Leave a Reply