বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননে আবিস্কার হলো দেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির স্তুুপ

জসীম উদ্দীন দেওয়ান : এবার মুন্সীগঞ্জের নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননে আবিস্কৃত হলো বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির বিশাল নান্দনিক স্তুুপ। এর আগে ২০১৩ সালে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর উদ্যোগে এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক উৎখনন কাজের সূচনা করলে বের হয়ে আসে ১১শ বছর আগের বিশাল আকৃতিক এক বৌদ্ব বিহার। গবেষনা আর আবিস্কারের এই কাজের সাথে বাংলাদেশের গবেষক ও শ্রমিকদের পাশাপাশি সর্বাত্বকভাবে সাহায্য করছেন চিনের চারজন প্রততাত্ত্বিক বিশেষজ্ঞ। তবে অর্থের কারণে এই কাজের ব্যাঘাত রোধে অর্থ বরাদ্দের কথা ভাবছেন অর্থ মন্ত্রী সভ্যতার আরেক জনপদের নাম ছিলো তৎকালীন বিক্রমপুর, যেটা বর্তমানে সবার কাছে মুন্সীগঞ্জ বলে পরিচিত। ১১শ বছর আগেই এই জনপদে শিক্ষা দানের ব্যবস্থা ছিলো, প্রত্নতাত্ত্বিক গবেষকদের অনুসন্ধানে তা বের হয়ে আসে পাঁচ বছর আগে। আর এবার এখানে নতুন করে আবিস্কার হলো দেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির স্তুুপ। বর্গাকৃতি এই স্থাপত্যের পূর্ব বাহু প্রকাশ হয়েছে ৪৪ মিটার দীর্ঘ জায়গা নিয়ে, আর উত্তর ও দক্ষিণের বাহুগুলো উম্মোচিত হলেও বাকি রয়েছে পশ্চিমাংসের কাজ।

অষ্টোকোনাকৃতির বৌদ্ব বিহারের তিনটি স্তুুপের প্রথমটির আয়তন ২২৮ বর্গমিটার, দ্বিতীয় স্তুুপটি রয়েছে ১৮০ মিটার জায়গা নিয়ে, আর তৃতীয়টির পুরো আয়তন নির্ধারিত হয়নি কাজ অসম্পন্নতার কারণে। নাটেশ্বরের এই বিহারে রয়েছে চারটি হল ঘর। আর এর বহিরাংশে ৫১ মিটার দীর্ঘ ও দুই মিটার প্রশস্তের ইট দিয়ে নির্মিত অতি দক্ষ নির্মাণ কৌশলের একটি রাস্তা রয়েছে।

বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এই অঞ্চলকে পর্যটক এলাকা হিসেবে গড়ে তোলার কথা বললেন, বৌদ্ধ বিহার দেখতে আসা এখানকার মানুষেরা। আর নিজেদের অনুভূতির কথা জানান, চিন থেকে আসা বৌদ্ধ ধর্মালম্বীরা প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে সমৃদ্ধ করে। আর নাটেশ্বরের পুরাতন ঐতিহ্য রক্ষায় অর্থ বরাদ্দের সাথে সার্বিকভাবে সহায়তার কথা জানালেন বিহার পরিদর্শনে আসা অর্থ মন্ত্রী অসাধারণ তাৎপর্যপূর্ণ এই আবিস্কারকে অষ্টমার্গ স্তুুপে নাম দিয়েছে বিক্রমপুর ফাউন্ডেশনের গবেষকরা।

Leave a Reply