মুন্সীগঞ্জের সিরাজদীখানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাংচুরের ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামে।
জানা যায়, শেখরনগর থেকে ফইনপুর চলাচলরত অটোরিকশার সিরিয়াল নিয়ে ফইনপুর গ্রামের নুরু কারিগরের ছেলে ফালান কারিগরের সঙ্গে একই গ্রামের কোসাই দেওয়ানের ছেলে নজরুল দেওয়ানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফালান তার দলবল নিয়ে নজরুল এবং তার পরিবারের ওপর হামলা চালায় এবং বাড়ি ভাংচুর করে। এ হামলায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১০ জন আহত হন। আহতরা হলেন শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও মুজিবুর রহমানের মেয়ে মিলি আক্তার (১৭), আলী আজগর অ্যান্ড আবদুল্লাহ কলেজের ছাত্রী ও হানিফ দেওয়ানের মেয়ে ঝুমা আক্তার (২০), ছালমা বেগম (৪৫), শাহ আলম (২৮), ইমন দেওয়ান (১৬), হানিফ দেওয়ান (৬৫), সীমা বেগম (৩৬), মুজিবুর রহমান (৪৫), কোহিনুর বেগম (৩৫) ও মিতু বেগম (৩০)। এ ঘটনায় রোববার রাতে সিরাজদীখান থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে এবং সিরাজদীখান থানা পুলিশ একজনকে আটক করেছে।
সিরাজদীখান থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, একজনকে আটক করে চালান করেছি। বাকিদের ধরার চেষ্টা চলছে।
সমকাল
Leave a Reply