মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় সোমবার রাতে রাবেয়া আক্তার নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নববধূর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তবে যে ওড়না পেঁচিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন, তা পুলিশ জব্দ করতে পারেনি। আলামত উধাও হয়ে যাওয়ার খবরে ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার লাশটি স্বজনের কাছে হস্তান্তর করার পর দুপুরে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনার পর রাবেয়ার লাশ সিলিং ফ্যান থেকে নামিয়ে প্রথমে ডিঙ্গাভাঙ্গা ও পরে রিকাবীবাজর এলাকায় স্থানীয় ফার্মেসিতে নিয়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে গ্রামবাসীসহ নববধূর পরিবারে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমনকি তার মোবাইল ফোনসেটটি উধাও এবং যে ওড়না দিয়ে রাবেয়া আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে, পুলিশ লাশ উদ্ধারকালে সে ওড়নাটিও পায়নি।
রাবেয়ার ফুফাতো ভাই মো. জাফরউল্লাহ জানান, চার মাস আগে পশ্চিম মুক্তারপুর গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে রাবেয়া আক্তারের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের সালাউদ্দিন শেখের ছেলে জাকির শেখ বিয়েবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থকেই স্বামী জাকির রাবেয়াকে বকাঝকা করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। সোমবার রাতে রাবেয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার মা-বাবা ও স্বজনদের জানানো হয়।
সদর থানার এস আই মো. ইলিয়াছ হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে আত্মহত্যা প্রমাণিত না হলে এ মামলাই
হত্যা মামলায় রূপান্তর করার বিধান রয়েছে।
সমকাল
Leave a Reply