শ্রীনগরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

শ্রীনগরে সাবেক ছাত্রলীগ নেতা ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার পাটাভোগ গ্রামের ছাত্রলীগ নেতা নুর আলম অভির বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এই হামলা চালায়। এতে ওই পরিবারের ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক নুর আলম অভি স্থানীয় মাদক ব্যবসায় বাধা দিতে গেলে তার সাথে মাদক ব্যবসায়ীদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে সে গত সেপ্টেম্বর মাসে তাদের বিরুদ্ধে জিডি করেন। তদন্তের পর তা আদালতে মামলা হিসাবে রেকর্ড হয়।

গত ২২ জানুয়ারি ওই মামলায় আদালতের সমন হাতে পেয়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার, আশিক ও নাঈমের নেতৃত্বে ১০/১২ জন নুর আলম অভি ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নুর আলম অভি, তার মা ফাতেমা বেগম, ভাই শরিফুল আলম ও মাহে আলম গুরুতর আহত হয়। ফাতেমা বেগম ও শরিফুল আলমকে আশঙ্কাজনক অবস্থায় মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নুর আলম অভি বাদী হয়ে ৯ জনকে এজাহার ভুক্ত ও অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, মামলার আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজজি

Leave a Reply