আরিফ হোসেন: শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিংপাড়া থেকে শ্রীনগর চকবাজার যাওয়ার পথে ছনবাড়ি বাসষ্ট্যান্ড পার হওয়ার সময় মাওয়া গামী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে চালিয়ে এসে অটোরিক্সাটি চাপা দেয়। এসময় স্থলেই চালকের মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা মোট্রো ট-২০ ৭৯৯৪) দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ আটক করে।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট এসআই বাহারুল সোহাগ বলেন, চালক ও গাড়ীটি আটক করা হয়েছে। মৃত অটোরিক্সা চালকের নাম মোঃ সফি উদ্দিন শেখ (৫০) সে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধার দিয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।
Leave a Reply