গজারিয়ায় বাসের ধাক্কায় যুবক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া এলাকায় বাসের ধাক্কায় মেহেদী হাসান অপু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

অপু টাঙ্গাইল জেলার মির্জাপুরের মধ্য বন্দ্য কাওয়ালজানী গ্রামের আব্দুল আলিমের ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব বাংলানিউজকে জানান, দুপুরে হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply