গণপিটুনিতে বাবুল হোসেন বাবু নামের এক ডাকাত নিহত হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় অজ্ঞাতপরিচয় দুই থেকে তিন শতাধিক গ্রামবাসীর নামে হত্যা মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। তবে এ মামলায় বিকেল পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। অন্যদিকে ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৪ থেকে ১৫ জন ডাকাত সদস্যকে আসামি করে পৃথক মামলা করা হয়। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানা গেছে।
টঙ্গিবাড়ী থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে আটক ডাকাত বাবুল হোসেনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নের বেলুয়া গ্রামের অজ্ঞাতপরিচয় দুই থেকে তিন শতাধিক গ্রামবাসীর নামে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনের নামে মামলা করা হয়েছে।
সমকাল
Leave a Reply