হত্যা মামলায় জামিন নামঞ্জুর
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে মানিক কাজী হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৭৭ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিরা গতকাল বুধবার মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।
যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান বেপারী, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজাহার মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক মাসুম মাদবর, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারেজ বেপারী, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনির হোসেন, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সেন্টু বেপারী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ সিকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমির হোসেন ও শিক্ষক আক্তার বেগ প্রমুখ। তারা উপজেলা আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারী পক্ষের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
গত ৩ জানুয়ারি মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা সমর্থিত চৈতারচর গ্রামের মানিক কাজী রজতরেখা নদী পারাপার হওয়ার সময় নিখোঁজ হয়। ৪ দিন পর তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় গত ৮ জানুয়ারি মানিক কাজীর ছেলে রানা সদর থানায় হত্যা মামলা করেন। এতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী সমর্থিত ৮৩ জন নেতাকর্মী ও ইউপি সদস্যকে আসামি করা হয়। এ মামলায় গত মাসে আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মী ও সমর্থক হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত তাদের ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বুধবার আসামিরা মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের করলে তা নাকচ হয়।
সমকাল
Leave a Reply