রানা মাসুদ : মিরকাদিমে আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের পাক্ষিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মিরকাদিম পৌর মাঠে পাঠচক্রের বই ছিল শহিদুল্লাহ কায়সারের “সারেং বউ”। এ সময় আগমনির সংগঠক রাজ মল্লিক সঞ্চালনায় পাঠ চক্রটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের লাইব্রেরিয়ান ত্রিদীপ অধিকারী সহ সংগঠনের সদস্যগন।
Leave a Reply