মুন্সীগঞ্জ ডট কম নিউজ : সড়ক দূর্ঘটনায় আহত একাত্তর টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জসীম উদ্দীন দেওয়ানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম ইদ্রিস আলী।
মঙ্গলবার দুপুরে মিরকাদিম পৌরসভাস্থ দক্ষিণ কাগজীপাড়া জসীম দেওয়ান এর নিজ বাস ভবনে এম ইদ্রিস আলীর সাথে জসীম দেওয়ানকে দেখতে যান, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আজমির শেখ, মিরকাদিম পৌর কাউন্সিলর আব্দুল জলিল মাদবরসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় এম ইদ্রিস আলী জসীম দেওয়ান এর দ্রুত সুস্থ্যতা কামনা করেন। উল্লেখ্য গেল ৪ ফেব্রুয়ারী রোববার দুপুরে ঢাকা – মাওয়া মহাসড়কের শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় পরে ডান পায়ের গোড়ালি ফেটে গিয়ে আহত হন তিনি।
Leave a Reply