নাছির উদ্দিন: আমার ছেলে ছোট মানুষ, বয়স ১৩ বছর, ফাইবে পড়ে। যদি কোন ভুল কইরা থাকে, তাইলে মানুষ মানুষেরে এমন মারে না। ছারেগো সামনে ক্লাসে ঢুইক্কা গাছের ডালা দিয়া কি পিটানটা পিটাইছে। মাটিতে পইরা হাতে পায়ে ধরছে, একটু দয়া করে নাই। বাম হাতের দুইটা হাড় ভাইঙ্গা গেছে। মেডাম মাপ চাইছে তারপরও ছারে নাই। মেডাম আপায় ছারাইতে চাইছে দেইখ্খা তারেও মারতে চাইছে।
কেঁদে কেঁদে কথা গুলো বলেন ৫ম শ্রেনির ছাত্র মো. মোখলেছ রহমানের মা মোকসেদা বেগম। এ অমানবিক ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজদিখান উপজেলার গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মোখলেছের পিতার নাম হোসেন মিয়া। সে ভ্যান চালক এবং তার স্ত্রী মোকসেদা বেগম ইট ভাঙ্গা শ্রমিক। তারা প্রায় ৩০ বছর ধরে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামে বসবাস করছেন। তাদের পূর্ব পুরুষদের বাড়ি জামালপুর জেলায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্ররা ২১ ফেব্রুয়ারীর জন্য ফুল এনেছে একদিন আগে। ফুলে পানি ছিটিয়ে দিচ্ছিল মোকলেছ, পানি ছিটে কয়েক ছাত্রছাত্রীর গায়ে পরে। ৪র্থ শ্রেণির এক ছাত্রী স্কুলের পাশে গোড়াপীপাড়া গ্রামের তালতলা বাজারের ব্যবসাসী প্রভাবশালী নজরুল ইসলামের ছেলে মো. পারভেজের (২৬)কাছে বিচার দেয়। পারভেজ কড়ই গাছের একটি মোটা ডাল নিয়ে স্কুলের দপ্তরির বাধা না শুনেজোর করে ক্লাস রুমে ঢুকে পরে। কোমলমতি শিশুদের সামনে অমানবিক ভাবে মারধর করে ছাত্র মোকলেছকে। শ্রেণি শিক্ষক দীপা বাঁধা দিলে তাকে ও মারার হুমকী দেয়। ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভাঙ্গা হাত প্লাষ্টার করে ঔষধ-পত্র দিয়ে বাড়ি ছেড়েদেন। এলাকাবাসী ও তালতলা বাজার ব্যবসায়ী অনেকে জানান নজরুলের ছেলে-ভাতিজা সবাই উচ্ছৃঙ্খল। এ ঘটনার ৪ দিন আগে বাস স্ট্যান্ড সংলগ্ন ঔষধ ব্যবসাসী কামাল হোসেন ৪ তলা বিল্ডিং উঠাচ্ছেন। তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছে নজরুলের বড় ভাই আক্কাছ মিয়ার ছেলে লেড়–।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাস জানান, ঘটনাটি খুবই দু:খজনক। ছেলেটিকে আর না মারার জন্য আমার শিক্ষিকা দিপা অনেক অনুরোধ করে বলেছে, কোন অন্যায় করে থাকলে আমরা বিচার করব, তারপরও থামেনি অমানবিক ভাবে মারধর করেছে। ক্লাসের শিক্ষার্থীরা ভয়ে চিৎকার দিয়েছে। আঘাত গুলো মাথায় লাগলে ছেলেটি মারাও যেতে পারত। মোখলেছকে গুরুতর আহত করে তারপর চলে যায় পারভেজ। কোন মামলা হয়নি। পারভেজের পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় সহযোগিতা করতেছে। স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী এর মিমাংশা করবেন বলে জানিয়েছেন।
মালখানগর ইউপি সদস্য কোরবান আলী জানান, পারভেজদের চিকিৎসা খরচ চালিয়ে যেতে বলেছি। ছেলেটা একটু সুস্থ্য হলে চেয়ামম্যানকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে বসে সমাধান করব।
Leave a Reply