দুর থেকে দেখে আপনি আকৃষ্ট না হতেই পারেন। পুরনো জরাজীর্ণ অবস্থা। বলছি পুরান ঢাকার ১ নং শ্রীশ দাস লেনের বিউটি বোর্ডিং-এর কথা। এর প্রতি ইটের পরতে পরতে মিশে আছে ইতিহাস-ঐতিহ্য।
বাংলাদেশের অনেক প্রথিতযশা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক,গায়ক, অভিনেতা, রাজনীতিবিদ, চিত্রশিল্পী, চিত্র পরিচালক সহ বিভিন্ন পেশার মানুষের পদচারণায় মুখরিত হতো বিউটি বোর্ডিং।
এক সময় এখানেই নিয়মিত যাতায়াত করতেন নেতাজী সুভাস চন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্নেল অলি আহাদের মত যুগান্তকারী রাজনৈতিক ব্যাক্তিত্ব।
বিউটি বোর্ডিংয়ের এ ক্যান্টিনে বসেই প্রতিদিন চায়ের কাপের সাথে আড্ডার ঝড় তুলতেন নির্মলেন্দু গুণ, শহীদ কাদরী, কবি শামসুর রহমান, আল মাহমুদ ও শামসুল হকের মত কবি সাহিত্যিকেরা।
আর এখানখান দেশি মাছ, সরষে ইলিশের স্বাদ কিন্তু অপ্রতিদ্বন্দী।
সময় টিভি
Leave a Reply