শ্রীনগরে প্রেমিক যুগলকে আটক করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার ষোলঘর ইউনিয়নের ভৈরববাড়ি এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, একটি প্রভাবশালী মহল ছিনতাইকারীদের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। ছিনতাইয়ের মতো ঘটনা ধামাচাপা দেয়ায় ওই প্রেমিক যুগলের আত্মীয়-স্বজনসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ওই এলাকার লিটন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন তার বন্ধু পারভেজ ও প্রেমিকা সোনালী। সারাদিন বেড়ানোর পর সন্ধ্যার দিকে প্রেমিক যুগল ঢাকায় ফেরার উদ্দেশে লিটন মিয়ার বাড়ি থেকে বের হলে ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি সাইদুল, শফিকুল ও আজিজুল সহ ৫-৬ জন তাদেরকে আটক করে নির্জন স্থানে নিয়ে যায়।
এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে সাইদুল মোবাইল ফোনে লিটনের কাছে ২ লক্ষ টাকা দাবী করে তা পরিশোধ করে প্রেমিক যুগলকে ছাড়িয়ে নিতে বলে। নিরুপায় হয়ে লিটন বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পরিশোধ করে। টাকা পেয়ে ছিনতাইকারীরা প্রেমিক যুগলের কাছ থেকে স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি আংটি, দুটি মোবাইল ফোন সেট ও নগদ ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
বিষয়টি জানাজানি হলে লিটন মিয়া ঘটনাটি পুলিশকে জানাতে চাইলে ষোলঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সালিশদার দেলোয়ার হোসেন দিলু ছিনতাইকারীদের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয় এবং তাৎক্ষণিক ভাবে দেলোয়ার হোসেন দিলুর মাধ্যমে ছিনতাইকারীরা আংটিটি ফেরত দেয়। মিমাংসাকারীরা বাকী মালামাল ও নগদ টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বেশ কয়েকদিন পার হয়ে গেলেও ছিনতাইকৃত মালামাল ফেরত না পেয়ে লিটন মিয়ার আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। ছিনতাইকৃত টাকা এখনো ফেরত দেয়া হয়নি। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার বিষয়টি সঠিক নয়। অপর সালিশদার দেলোয়ার হোসেন দিলু ঘটনার সত্যতা স্বীকার করলেও তিনি মীমাংসায় উপস্থিত ছিলেন না বলে দাবি করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজজি/উজ্জ্বল দত্ত
Leave a Reply