মুন্সীগঞ্জের রেনু যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকার যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় গাড়ির ধাক্কায় রেনু বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রেনু বেগমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। গতকাল রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১০টার দিকে কোমরে ব্যথার জন্য রেনু বেগম হাঁটছিলেন। এ সময় একটি পেট্রল পাম্পের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কালের কণ্ঠ

Leave a Reply