মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ইয়াবা সেবনকারীকে বাধা দিতে গিয়ে তার হামলায় এক গৃহবধুসহ আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, চরপানিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মেজবাউদ্দিন (৩২) পাশের বাড়ীর কুয়েত প্রবাসী ইকবাল হোসেনের বাড়ীর পাশে প্রতিদিন ইয়াবা সেবন করতে আসে। সোমবার রাতে ইয়বা সেবন করতে আসলে প্রবাসী ইকবাল হোসেনের স্ত্রী মোস্মামত ময়না বেগম বাধা দিতে গেলে মেজবাউদ্দিন এবং একই গ্রামের সুলতান মিয়ার ২ ছেলে মো. নুর হোসেন ((৩৫), মো.নুর তাজেল (৩২) ময়না বেগম এবং তার দেবর সালাউদ্দিন মিয়ার উপড় হামলা চালায়। হামলায় ময়না বেগম এবং তার দেবর সালাউদ্দিন মিয়া আহত হয় । আহত দুজনকে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক মেম্বার জানান, ঘটনাটি আমি অবগত হয়েছি। বর্তমানে আমি বিশেষ কাজে ঢাকায় আছি, বাড়ীতে আসলে বিষয়টি দেখব। অভিযুক্ত মোঃ মেজবাউদ্দিন জানান, আমি সালাউদ্দিনের কাছে টাকা পামু, সে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয় এবং অল্প হাতাহাতি হয়, এর বেশি কিছু না।
সিরাজদিখান থানার (ওসি )তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।
জনকন্ঠ
Leave a Reply