মুন্সীগঞ্জে মেঘনায় তিন জেলেকে কারাদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লঞ্চঘাট থেকে চরকালীপুরা পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নৌ পুলিশ, কোস্টগার্ড ও গজারিয়া উপজেলা মৎস কার্যালয়ের সমন্বয়ে আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর দাস।

এ সময় মৎস আইন অমান্য করে জাটকা আহরণের অপরাধে মরন চন্দ্র বর্মণ, মো. আজিজুল খা ও আবদুর রব মিয়া নামের তিন জেলেকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

গজারিয়া উপজেলা মৎস অফিসার শেখ আসলাম হোসেন আদালত পরিচালার কথা নিশ্চিত করেছেন।

গত ২৫ মার্চ মেঘনা নদীতে একটি অভিযানিক দলের ওপর হামলার পর নৌ-পুলিশের টহল দল তাদের উদ্ধার করে।

ঢাকাটাইমস

Leave a Reply