নাছির উদ্দিন: সিরাজদিখানে জনি শেখ নামের ১৭ বছরের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি চকের (জমিন) মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়। জনি শেখ উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামের মজনু শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মুসল্লিরা নামাজ পড়ে যাওয়ার সময় লাশ দেখে পুলিশে খবর দেয়। নিকট আত্বীয় নজু মিয়া জানান, জনি ইজি বাইক চালক, বুধবার সন্ধার পর থেকে নিখোঁজ হয়। পূর্ব শিয়ালদি গ্রামের আশরাফ জানান, গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে মৃধাবাড়ি রা¯তায় একটি ইজি বাইক (অটো রিক্সাগাড়ি) পরে থাকে। লোকজন গিয়ে দেখে গাড়িটিতে সামান্য রক্ত। রাত সাড়ে ১০ টার দিখে টহল পুলিশকে এলাকাবাসী ঘটনাটি জানায়। টহল পুলিশ ইজি বাইকটি থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানা অফিসার ইন-চার্জ মো. আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় পরে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা করা হয়েছে। তার (জনি) বাবা, বড় ভাই ও সে ইজিবাইক চালক। সে (জনি) মাদকের সাথে জড়িত ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এ কারণে হয়তো এই খুনের ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Leave a Reply