শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখিড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ উপজেলার কোলাপাড়ার কদুরগাও গ্রামের মৃত খবির উদ্দিন তালুকদারের ছেলে।

ওসি এস এম আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে পথচারী বৃদ্ধকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।পরে স্হানীয়রা তাকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।

বাংলা ট্রিবিউন

Leave a Reply