মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করিম খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই এলাকার হাফেজ আহমেদের মেয়ে নুসরাত (৪) এবং মোবারক হোসেনের মেয়ে হাফসা (৪)।
হাফেজ আহমেদ জানান, নুসরাত এবং হাফসা সন্ধ্যায় সবার অজান্তে বাড়ি পাশে ডোবায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শারমিন সুলতানা ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কালের কণ্ঠ
Leave a Reply