শ্রীনগরে বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার ১

আরিফ হোসেন: শ্রীনগরে ১ বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগজিন সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে শ্রীনগর থানা পুলিশ উপজেলার পূর্ব বাড়ৈখালী এলাকা থেকে পলাশ খন্দকার (৪৫) কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি নাইন এমএম বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। পলাশ ওই গ্রামের মৃত সৈজদ্দিন খন্দকারের ছেলে। অস্ত্র উদ্ধারের খবর পেয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা ঘটনা স্থলে ছুটে যান।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, পলাশ শ্রীনগর থানার একটি মাদক মামলার পরোয়ানা ভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply