টঙ্গীবাড়ীতে সন্ত্রাসী হামলায় ২ ব্যাবসায়ী আহত: দোকান ভাংচুর ব্যাবসায়ীদের ধর্মঘট

টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া বাজারের ২ ব্যাবসায়ী সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। এ সময় আক্তার বেপারীর দোকানে ভাংচুর এবং তাকে মেরে দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। পরে পাশের স্বপন মিষ্টান্নালয় এর মালিক স্বপন ঘোঘকে চর থাপ্পর মারে আহত করা হয়। এ ঘটনায় কামাড়খাড়া বাজারের ব্যাবসায়ীর ক্ষুদ্ধ হয়ে ওই বাজারের প্রায় ৪ শতাধিক দোকান বন্ধ

করে দিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে বাজারে পুলিশ মোতায়ান করা হয়েছে।

জানা গেছে, ওই বাজারের মালিকানা নিয়ে ১১ মালিকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বেলা ১২দিকে ওই ১১ মালিকের ১জন পলিন হালদার ও তার ভাতিজা বাবু ওই বাজারের ইফতার সামগ্রী বিক্রেতা আক্তার বেপারীর উপর হামলা চালিয়ে তাকে মেরে দাত ভেঙ্গে ফেলে এবং দোকানে ভাংচুর করে। পরে দুপুর ১ টার দিকে পলিনের পক্ষে দিঘিরপার ইউপি চেয়ারম্যান আরিফ হাওলাদার স্বপন ঘোসের নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ করে দেয় এবং তাকে চর থাপ্পর মারলে ওই বাজারের ব্যাবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি আনিছ হাওলাদার জানান, কয়েকদিন পরপরই হামলাকারীরা আমাদের নিকট চাদাঁদাবী করে চাঁদা না দিলেই দোকানে এসে দোকানদারদের মারধর করে।

এ ব্যাপারে আরিফ হাওলাদার জানান, আমি ওই বাজারের বিবাদমান দোকানদারদের মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখতে বলছি কাউকে মারধর করি নাই।

দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দোকান মালিকানা বন্টন নিয়ে মালিকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর অংশ হিসাবে ভূল বোঝাবুঝির কারনে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply