মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনাকালে ৭ পয়েন্ট ৬৫ অটোমেটিক মডেলের একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে শিলই ইউনিয়নের জনু মৃধার বাজার সংলগ্ন একটি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্রটি জমিতে ফেলে ২ জন পালিয়ে যায় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিন।
তিনি বলেন- পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানকালে শিলই জনু মৃধার বাজারের উত্তর পাশে একটি জমি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।এ সময় দুজন দুষ্কৃতিকারি সেখান থেকে পালিয়ে যায়। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি।
পরিবর্তন
Leave a Reply