শ্রীনগরে পুলিশের হাতে প্রেমিক যুগল আটক

আরিফ হোসেন: শ্রীনগরে প্রেমের টানে প্রেমিকের হাত হতে পালিয়ে যাওয়ার ৬ দিন পর প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শ্রীনগর থানা পুলিশ ওই প্রেমিক যুগলকে আটক করে। এর আগে গত ২৫ মে প্রেমিকার হয়ে শ্রীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার বালাসুর নতুন বাজার এলাকার সালেহ আহমেদ মজিবর এর কন্যা মিম (১৭) বরিশালের বাকের গঞ্জ উপজেলার উত্তর কাজলা কাঠি গ্রামের আ ঃ আজিজ সরদারের ছেলে কাউসার হোসেন ইমন (২০) এর সাথে ২৩ মে সকালে পালিয়ে যায়। মিম শ্রীনগর উপজেলার ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। অপরদিকে প্রেমিক ইমন তার এলাকার কামার খালী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

প্রেমিক যুগলের পালিয়ে যাওয়ার দুইদিন পর গত ২৫ মে প্রেমিকা মিম এর বাবা সালেহ আহমেদ মজিবর বাদী হয়ে শ্রীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর মিম তার বাবা মায়ের সাথে যোগাযোগ করে । মিমের বাবা মা তাদেরকে মেনে নেওয়ার আশ^াষ দেিল গত ২৮ মে সন্ধ্যায় তারা বালাশুর এলাকায় সালেহ আহমেদের বাড়িতে উঠে। পরদিন সকালে মিমের মা র‌্যাবকে খবর দিলে র‌্যাব-১১ ভাগ্যকূল ক্যম্পের সদস্যরা তাদেরকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি প্রেম জনিত হলেও মেয়ের বয়স কম থাকায় অপহরণ মামলা হয়েছে। ভিকটিম ও অপহরণ কারীকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply