সিরাজদিখান আ’লীগের ইফতার মাহফিল খাবার নিয়ে দুই পক্ষে মারামারি, আহত ৩

নাছির উদ্দিন : সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। ইফতার বিতরণ কালে উপজেলা যুবলীগের সাথে ছাত্রলীগের হাতাহাতি হয়। এ সময় সোহরাব হোসেন তাদের থামায়। কিছুক্ষণ পওে আবারও দুই পক্ষের মধ্যে চেয়ার দিয়ে ব্যাপক মারামারি হয়। এ সময় ৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন কে প্রাথমিক চিকিৎসা দৌযা হয়েছে। একজন ছাত্রলীগের শাকিল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সে লতব্দি ইউনিয়নের কংশপুরা গ্রামের মোতাহারের ছেলে। জেলা ও থানা সভাপতির সামনে এমন ঘটনায় যুবলগি ও ছাত্রলীগের প্রতি অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে মঙ্গলবার বিচার হবে বলে জানাগেছে।


উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস,এম,সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ লুৎফর রহমান, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট এ,কে,এম আবুল কাশেম।

এছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সাবেক সচিব সামসুল হক, আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সাবেক সহ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, বালুচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদি, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা যুবলীগ আহবায়ক মইনুল হাসান নাহিদ, ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।

Leave a Reply