সিরাজদিখানে নৌকার মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিনের আনন্দ র‌্যালী

নাছির উদ্দিন : সিরাজদিখানে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিনের ঈদ পরবর্তি ও আজ শনিবার (২৩ জুন) আওয়ামীলীগের জন্ম দিন উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রাজদিয়া স্কুল মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় তিনি জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।



বেলা সাড়ে ১২ টার দিকে ইছাপুরা চৌরাস্তা শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসীর কাছে দোয় চান এবং তিনি বলেন ঢাকার কাছে থেকেও আমাদের তেমন কিছু হয়নি। তিনি এমপি হলে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করবেন বলে আশ^াস দেন।

এ সময় শতাধিক মোটর সাইকেল ও অর্ধ শত প্রাইভেট কার ও ট্রাক-পিকআপে তার হাজারো সমর্থক উপস্থিত ছিল। মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) থেকে নৌকা মার্কা নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা গিয়াস উদ্দিন আহমেদ।

Leave a Reply