টঙ্গীবাড়ীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

টঙ্গীবাড়তে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ছোট কেয়ার গ্রামে ছোট কেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ফারুক (১০) খেলা করার সময় বাড়ির পাশের ছাদ থেকে অন্য শিশুদের সঙ্গে ডোবায় লাফ দিয়ে বালুর মধ্যে আটকে গিয়ে নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। সে ওই গ্রামের রফিক সেখের ছেলে।

এদিকে সকাল ১০টায় উপজেলার শিলিমপুর গ্রামের অটোচালাক আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। অটোচালক বালিগাঁও থেকে সুবচনী যাওয়ার পথে শিলিমপুর পিওনের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটো নিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে শিলিমপুর গ্রামের সেকান্দর দেওয়ানের ছেলে। অপরদিকে উপজেলার বরাইল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক অটো যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওই অটো যাত্রী মাধবঘোস কামাড়খাড়া বাজার হতে নিজ বাড়ি উপজেলার বরাইল গ্রামে ফিরছিলেন। এ সময় বরাইল মাদ্রাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে গেলে ঘটনাস্থলেই মাধব মারা যান। তিনি বরাইল গ্রামের মরন ঘোষের ছেলে।

যুগান্তর

Leave a Reply