বিবাহিত মেয়েকে জোর পূর্বক তালাক, ভাতিজার সাথে বিয়ে!

নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব চান্দেরচর গ্রামের কমিজ উদ্দিন কামু সম্পত্তির লোভে একই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল ওহাবের বিবাহিত কণ্যা জিমি আক্তারকে জোর পূর্বক তালাক নামায় স্বাক্ষ করিয়ে তার ভাতিজা শাকিল এর সাথে বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত কয়েক মাস পূর্বে চান্দেরচর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল ওহাবের কণ্যা জিমি আক্তার ও একই গ্রামের মৃত ফয়জল করিমের ছেলে জনি পালিয়ে গিয়ে বিয়ে করে। পরে তাদের দুজনকে ফুসলিয়ে বাড়ীতে এনে মারধর করে জিমি আক্তারকে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করে কমিজ উদ্দিন কামু। গত শনিবার কমিজ উদ্দিন কামুর ভাতিজা শাকিল এর সাথে বিয়ে দেয়।

জনি তার স্ত্রীকে জোর পূর্বক তালাক দেওয়ার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে কমিজ উদ্দিন কামুর নির্দেশে তার ভাতিজা মোঃ শাকিল ও আখিরসহ তার দলবল নিয়ে মৃত ফয়জল করিমের ছেলে মোঃ জনি (২২), মোঃ ই¯্রাফিল (৪০), রনি (১৮)কে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। এলাকার লোকজনের সহযোগীতায় আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কমিজ উদ্দিন কামু জানান, মারামারি হয়েছে। ঘটনা সত্য। যারা মারামারি করেছে তারা আমার ভাই-ভাতিজা। আমার নির্দেশে হামলা হয়েছে সে কথাটা সত্য না। ঘটনার পর ভাতিজাদের বকাঝকা করেছি। হামলার ঘটনা কেন ঘটেছে কেন ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, গত ৫/৬ মাস আগে মেয়েটাকে অপহরন করে নিয়ে গিয়েছিল জনি। থানার অভিযোগও করা হয়েছিল। তারপর মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। ঐ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বসে আমরা একটা মিমাংসা করেছিলাম। ভবিশ্যতে এই মেয়েটাকে যদি কোন রকম উত্যাক্ত করা হয় তাহলে জনিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে। আমি মনে করি মেয়েটাকে আবারো উত্যাক্ত করেছে সে কারণেই মারামারির ঘটনা ঘটেছে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply