গজারিয়ার শয্যাশায়ী স্কুল ছাত্র : বেত ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হলেও এ শিক্ষক…

মুন্সীগঞ্জের গজারিয়ার শিক্ষকের বেদম প্রহারে টানা ৬দিন ধরে শয্যাশায়ী রয়েছে এক স্কুল ছাত্র। এ ঘটনায় উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন ঐ শিক্ষক, পরে অবস্থা বেগতিক দেখে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আহত স্কুল ছাত্রের নাম সাকিবুল ইসলাম(১২), সে উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে।

সাকিবুলের সাথে কথা বলে জানা যায়, গুয়াগাছিয়া সানফ্লায়ার কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণির ছাত্র সে। অসুস্থতার জন্য দুই দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় গত শনিবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক জিএম স্যার তাকে বেদড়ক মারধর করে। পরে সাকিবুল অসুস্থ হয়ে পড়লে তাকে গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত সাকিবকে ১দিন পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় স্বজনরা তবে টানা ৬দিন ধরে শরীরের ব্যাথা আর জ্বর নিয়ে শয্যাশায়ী রয়েছে সে।

এ ঘটনায় উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন ঐ শিক্ষক, তাকে অবরুদ্ধ করে লাঞ্চিত করার চেষ্টা করে এলাকাবাসী। পরে এ ঘটনায় ঐ শিক্ষক বাদী হয়ে গজারিয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দেন।

গজারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মমতাজ বেগম জানান, শ্রেণিকক্ষে শিক্ষকদের বেত ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। গুয়াগাছিয়ার ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ

Leave a Reply