গজারিয়ায় ছাত্রী ধর্ষণচেষ্টায় শিক্ষককে দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের একটি কিন্ডার গার্টেনের শিক্ষক ইয়াসিন ফরাজীকে (৫৫) পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টার দায়ে গ্রাম্য সালিশে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে পড়া বুঝিয়ে দেয়ার কথা বলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে নিজ স্কুলের কক্ষে এনে ধর্ষণের চেষ্টা করেন ইয়াসিন।

এলাকাবাসী বিষয়টি টের পেয়ে শিক্ষক ইয়াসিনকে স্কুলে অবরুদ্ধ করে রাখে। পরে স্বজনরা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তাকে উদ্ধার করে।

গতকাল শনিবার রাতে স্থানীয় ইলিয়াস মোল্লার ঘরে বসে সালিশে ইয়াসিন অপরাধ স্বীকার করে দেড় লাখ টাকা জরিমানা ও মৌখিক মুচলেকা দিয়ে রেহাই পান।

সালিশে উপস্থিত হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ধর্ষণচেষ্টার বিষয়টি এড়িয়ে গিয়ে মোবাইল ফোনে জানান, কিন্ডার গার্টেন স্কুলের মাস্টারের চলাফেরা খারাপ এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের খুঁজে তার স্কুলে ভর্তির চেষ্টার জন্য এই বিচার করা হয়েছে।

অভিযুক্ত ইয়াসিন ফরাজীর বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনেও তাকে পাওয়া যায়নি।

ঢাকাটাইমস

Leave a Reply