হাসি – জসীম উদ্দীন দেওয়ান

মায়ের কোল খালি হলো,
বাবার কাঁধে লাশ ঝুলিলো,
কি আসে তাতে যায়!
হাসিতে ভরা দেশটা যে মোর,
হাসে মন্ত্রী হালায়।
আহারে কি হাসিরে ভাই,
খিল খিলে দাঁতে করে বড়াই।
আমরা আছি বেশ!
কতো মানুষ মারে গাড়ি,
তাকাও পাশের দেশ।।
মজার যুক্তি, হাসির উক্তি,
জনতার খামাখা ভক্তি।
লড়াই থামাতে, আন্দোলন দমাতে,
খাটবে যতো শক্তি।
মন্ত্রী হাসবেনা তো, তুই কে বাপু,
হাসির খবর নেছ?
হাসির ব্যাখ্যা সঠিক দিবা,
মারবানা কোন প্যাচ।

যত্তো মানুষ মারবো গাড়ি,
তত্তো হাসির ফুল ঝুড়ি,
এম্নি চলবে দেশ!
মন্ত্রীর মুখে বেখম হাসি,
মানিয়েছে দেখো বেশ!!!

Leave a Reply