নারায়ণগঞ্জে সেই মডেলের বন্ধুর হৃদরোগে রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জে মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তার লাশ উদ্ধারের পর এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা আক্কাস আলী বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতজনদের আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর মাহমুদার বন্ধু হিসেবে পরিচিত সাগর ইসলাম বাপ্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মাহমুদার মৃত্যুর পেছনে তার কোনো সম্পৃক্ততা ছিল কী না সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাঁকেই সন্দেহ করা হচ্ছে।

ওই বন্ধুর নাম সাগর ইসলাম বাপ্পী। সে মুন্সিগঞ্জ জেলার নগর কসবা কুটিবাড়ি এলাকার জহিরুল ইসলামের ছেলে। কয়েক বছর আগে মডেল মাহমুদার সঙ্গে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে টপটেন নামক কাপড় ও সংশ্লিষ্ট বিক্রির চেইন শপে চাকরি করতো।

মামলা তদন্তকারী অফিসার নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান, মাহমুদা আক্তারের প্রথম স্বামী হাফিজুর রহমানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর টপ টেনে চাকরির সুবাধে মাহমুদার সঙ্গে পরিচয় হয় সাগর ইসলাম বাপ্পীর সাথে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। পরে দুই জনে মিলে গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা নেয় তারা। মাঝে মধ্যে তারা সেখানে গিয়ে থাকতেন। কিন্তু সাগর ইসলাম বাপ্পী আগের সংসার ছিল। বেশি সময় দিতে পারত না। এ নিয়ে দুজনের একটু বাকবিতন্ডা হতো। এ রাগে ক্ষোভে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যার বিষয় আরো গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, ৩১ জুলাই মঙ্গলবার রাতে অভিযানের সময়ে বাপ্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবার ও এলাকাবাসিদের সাথে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে।

গত ৩০ জুলাই রাতে গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা পচন ধরা মডেল কন্যা মাহমুদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদা আক্তার শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার আক্কাস আলীর মেয়ে। মাহমুদার মা সুফিয়া বেগম জানান, মাহমুদার আগে একটি বিয়ে হয়। বছরখানেক আগে স্বামী হাফিজুর রহমানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে। মাহমুদার আগের সংসারে রিয়ানা রহমান জারা নামের ৪ বছরের এক মেয়ে সন্তান আছে। দুই মাস আগে মাহমুদা জানান বাপ্পী নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছে। তখন থেকেই সে আলাদা বাসা ভাড়া নিয়ে গোগনগরে চলে যায়।

নয়াদিগন্ত

Leave a Reply