মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসাীয়কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। সে সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীনগর ফেরিঘাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর ফেরীঘাট এলাকা থেকে র্যাব-১১ সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মুন্সীগঞ্জ এর বিভাগীয় সহকারী পরিচালক এসএম সাকিব হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মনির হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টির অধিক মামলা রয়েছে এবং সরকারী বিভিন্ন সংস্থায় সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
আটককৃত আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জনকন্ঠ
Leave a Reply