মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল হাসিম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
জাগো নিউজ
Leave a Reply