মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের পৃথক স্থান থেকে জোর করে গরুর ট্রলার নিজেদের হাটে নেওয়ার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে জোর করে গরুর ট্রলার নিজেদের হাটে নেওয়ার চেষ্টা করায় ১৮ জনকে আটক করে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে কোরবানির পশুর হাটে নেওয়ার সময় ঢাকাগামী একটি ট্রলার আটক করে জোর করে নারায়ণগঞ্জের একটি হাটে ট্রলারটি নিতে বলেন তারা।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ১৮ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে গরু ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রলারে প্রায় পঞ্চাশটি গরু ছিল।
এদিকে, টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে আজ বিকেলে একই অভিযোগে আরো একজনকে আটক করে টঙ্গিবাড়ী থানার পুলিশ।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, একজনকে আটক করে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনটিভি
Leave a Reply