শ্রীনগরে ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু বলেছেন, বিক্রমপুরে পরবর্তী মেডিকেল কলেজ হবে সিরাজদিখানে। শিক্ষার আলো জ¦ালিয়ে বিক্রমপুরবাসীকে এগিয়ে নেওয়ার জন্য এখানে বিশ^বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সিং ইনষ্টিটিউট গড়ে তোলা হবে। আর এসকল উন্নয়নের জন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করলে বিজয়ী হবে দেশ, বিজয়ী হবে বিক্রমপুর।
মঙ্গলবার বিকালে উপজেলার দামলা এলাকায় বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতিকের জয়ের কোন বিকল্প নেই। নৌকা প্রতিক বিজয়ী না হলে মুক্তি যুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলম সবজল, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মুনসুর আহমেদ, শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, জি.এস নাজির হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আসলাম খান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুর রহমান, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম মাষ্টার, আমিনুর রহমান খান, আবুল হাশেম মোল্লা, সবজল কাজী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদুল ইসলাম খান রুমেল, কাজী ইকবাল হোসেন পিউল প্রমুখ।
Leave a Reply