কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. শরিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শরিফ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের আলমপুর গ্রামের হাজী কোবাদ আলমের ছেলে। তিনি ৭০/২৫/৩/সি পশ্চিম ইসলামবাগ এলাকায় থাকতেন এবং কামরাঙ্গীরচরে লেদ মিশিনের কারখানায় কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ঈদগাহ মাঠের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ট্রাউজার ও লাল গেঞ্জি পরিহিত শরিফ পড়ে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শরিফের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এবিএন/

Leave a Reply