জননী ও সাঁঝ – জসীম উদ্দীন দেওয়ান

বিশ্ব ধরায় তোমায় সড়ায়, এই ভূবনে থাকবেনা।
হাতে গোনা দিন ফুরালে, কেউ যে মনে রাখবেনা।
বৃদ্ধা হয়ে আছো বেঁচে, মৃত সারির তরে।
নেপথ্যে সব ঝঞ্চা ভেবে, ঠাঁই দিতে কার দায় পরে ?
এ ঘর সব তোমার ছিলো, সংসারটাই পুরো।
পর বেটার মেয়ের সব আজ,
শূণ্য হাতে তুমি বুড়ো।
ছেলে আমি সম্বল তোমার, তোমার নয়ন মনি।
মলিন তোমার বদন হতে, কষ্ট ফিরাতে কি জানি!
বার্ধক্যতে নুব্জ তুমি,রোগ বালাইয়ের দেহ।
সবে তোমায় বোঝা ভাবে, খোঁজ নেইনা আজ কেহ।
গর্ভে ধরে, আপন করে, মানুষ করলে বাচা।
তাদের তরে মুক্ত পৃথিবী তোমার,
যন্ত্রনার আজ খাঁচা।
আশা বুঝি মা স্রোত ধারায়,
তাল মিলাতে গতি হারায় –
সুখো ঘাট আর নাই।
উত্তাল পদ্মার মাতাল ঢেউয়ে,
ভাঙ্গে স্বপ্নটাই।
দুহাত ধরে দাঁড়াতে শিখাতে, হাঁটাতে সতর্কে বুঝি।
চাউল বেটে, দুধে মিশিয়ে,
খাওয়াতে পেলায় সুজি।
সে স্মৃতি আজ মনে করো যদি,
অভিশাপে হবো শেষ।
জানি সে সব ভুলে বার বার,
মঙ্গল কামনাই তার রেশ।
বুকে মাগো তুমি পাষাণ বেঁধে,
কষ্ট সহে যাও সেধে সেধে।
জোনাক চাঁদে যতো দুখ।
আঁধারে ঘেরা বদন তোমার,
বেদনায় ভাঙ্গে বুক।
সাজানো তোমার চাঁদের হাটে,
চাঁদ হাসে আজ ভিন্ন পটে।
তুমি সেথা নাই!
সুখের সংসার সাজাতে ব্যস্ত,
তুমি বীনা তাই।
চিত্র সোজা, তুমি বোঝা।
অন্য ঘরে রও।
মোদের সাথে মানায় কি তোমায়,
ভেবে তবে কউ!
জীবন সকালে তুমি তাকালে,
স্বপ্নের বাগানে ভাসো।
সেই স্বপ্ন তাই মেঘের আড়ালে,
সাঁঝ হয়ে হেন আসো।।

Leave a Reply