ভাইবোনের বিরোধ: সিরাজদীখানে ভাতিজিকে হত্যা চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভাইবোনের মধ্যকার বিরোধের জেরে ভাতিজি আরমিনকে (১৪) ভাড়াটে লোক দিন গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ভাই জাহাঙ্গীর মৃধা ও বোন আছিয়ার মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। ভাই ও বোনের মধ্যে আদালতে মামলা-মোকদ্দমাও রয়েছে। এর জের ধরে ভাতিজি আরমিনকে গলাটিপে ভয়ভীতি দেখাতে মনিরুল নামে এক ব্যক্তিকে টাকা দিয়ে ভাড়া করে আছিয়া।

আরমিনের বাবা জানান, গত ৫ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে আরমিনকে গলাটিপে হত্যার চেষ্টা করে মনিরুল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় মনিরুল। তবে মনিরুলকে চিনে ফেলে আরমিন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গত রোববার স্থানীয় জনতা মনিরুলকে আটক করে মারধর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। আটক মনিরুল সাতক্ষীরার তালা উপজেলার মোতালী গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

হত্যাচেষ্টাকারী মনিরুলের দাবি, সে ইটভাটার শ্রমিক। আছিয়ার কাছ থেকে টাকা নিয়ে সে জাহাঙ্গীর মৃধার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আরমিনকে গলাটিপে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।

সিরাজদীখান থানার ওসি (প্রশাসন) ফরিদ উদ্দিন জানান, পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সমকাল

Leave a Reply