গজারিয়া উপজেলা ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় হেয়ার কাটিং এন্ড জেন্টস পার্লার দোকানের সুমন শীল (৩২) নামে এক কর্মচারী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে দোকান খুললে লাশটি দেখতে পান দোকানের মালিক বিকাশ শীল। সুমন শীল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মোহাম্মদপুর গ্রামের শ্রী.নট্টের ছেলে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর-রশীদ এই খবর নিশ্চিত করেছেন। হেয়ার কাটিং এন্ড জেন্টস পার্লার নামের ওই সেলুন দোকানের মালিক বিকাশ জানান,সুমন দোকানে কর্মচারী হিসেবে ছিলো। সুমনকে দোকানে রেখে রাতে বাড়ি যায়।
পরের দিন সকালে দোকান খোলে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর-রশীদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নেশার ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তার বিরুদ্ধে গজারিয়া থানায় কোনো মাদক মামলা নেই। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সংবাদ২৪
Leave a Reply