গজারিয়া ভরের চর হতে মুন্সীগঞ্জ সদর পর্যন্ত প্রায় পৌনে তের কিলোমিটার সড়কের প্রশস্থতায় উন্নীত করনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদর হতে গজারিয়ার ভবের চর পর্যন্ত ১২.৬০ কিলোমিটার সড়কের মান ও প্রশস্থতায় উন্নীত করণের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর বাসষ্ট্যান্ডে ৮০ কোটি ৫৮ লাখ টাকার এই কাজের ভিত্তি ফলক স্থাপন করেন মন্ত্রী। ১২.৬০ কিলোমিটার সড়কের পাশাপাশি নির্মাণ হবে চারটি ব্রীজ ও একটি কালভার্ট। আজ থেকে এই সড়কের কাজ শুরু করে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ রয়েছে বলে জানান,সড়ক ও জনপথ অধিদপ্তর। ভিত্তি ফলক উম্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে আলম হানিফ।


Leave a Reply