মুন্সীগঞ্জের সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে ছুরিকাঘাতে মিন্টু মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
স্থানীয়ারা জানান, অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় অটোচালক মিন্টু অবস্থানকালে অজ্ঞাতপরিচয় যুবক তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের সময়
Leave a Reply