জসীম উদ্দীন দেওয়ান: নিজ ছেলে সাহাদ দেওয়ানকে হত্যার অপরাধে বাবা জুলহাস দেওয়ানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম। মঙ্গলবার দুপুরে তিনি এ আদেশ প্রদাণ করেন। ঘটনার বিবরনিতে জানা যায় মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকার অধিবাসী জুলহাস দেওয়ান ২০১৪ সালে ১৩ অক্টোবর স্ত্রী তানিয়া বেগমের সাথে ঝড়রার রেশ ধরে পাঁচ বছরের শিশু সাহাদকে নিয়ে বাইরে চলে যায়। এক পর্যায়ে নারায়নগঞ্জ কয়লা ঘাট এলাকায় শিশুটিকে গলা টিপে হত্যা করে পাশের ডোবায় ফেলে রেখে চলে আসে জুলহাস।
এই ঘটনায় তানিয়া আক্তার বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামী জুলহাস দেওয়ানের উপস্থিতিতেই পেনেল কোডের ৩০২ ধারা মোতাবেক আসামী জুলহাস দেওয়ানকে মুত্যুদন্ড দন্ডিত করাসহ ৫০ হাজার টাকা জরিমানা দন্ডে দন্ডিত করে
Leave a Reply