ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উদ্ধার করা অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় পাওয়া যায়নি। ২০১৭ সালের ৪ আগস্ট সকালে রামেরখোলা নামক স্থানে ওই অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে অন্যত্র হত্যার পর লাশ এখানে ফেলে যায়। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪(৮)১৭।
দীর্ঘ এক বছরের বেশী সময় পেরিয়ে গেলেও অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। বর্তমানে মামলাটি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে। কেউ অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে শনাক্ত করতে পারলে বা পরিচয় জানলে পিবিআইয়ের এসআই বিল্লাল মিয়ার সঙ্গে বা ০১৭৯৩৫১৪৮৭৮ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
জনকন্ঠ
Leave a Reply