একটি কবিতার গাঢ় তীব্র গভীরত্বে,
নিশি জেগে মানে পাইনি বলে মন দু:খ চিত্তে,
নীল আকাশের বিশালত্বে তাকিয়ে রই।
গভীর সাগরের জলের তরঙ্গের ছোঁয়া লই।
তবুও কবিতার লাইনে ফাঁকা ফাঁকা অক্ষত অক্ষম মানে।
জ্ঞান বিজ্ঞানে অজানাকে কতোটুকু জানে।
আমার কবি মন, বিষন্নতায় কতো ক্ষন,
কবিতাকে করে আলিঙ্গন।
খোঁজে পায়না সাহসী কবির কবিতার সারমর্ম।
হে কবি তোমার কি সব তবে কর্ম?
এতোটুকু সরলতা নেই, নিষ্ঠুর রচনায় তোমা হতে।
হৃদয় চলে, কোন বলে? ভাবনায় শত ক্ষতে?
Leave a Reply