মুন্সীগঞ্জে নৌকার পক্ষে ভোট চাইলেন সাংসদ মৃনালকান্তি

জসীম উদ্দীন দেওয়ান: বর্তমান সরকারের উন্নয়ন তোলে ধরে মুন্সীগঞ্জে তিন আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইলেন সাংসদ অ্যাডভোকেট মৃনালকান্তি দাস। বুধবার বিকালে জেলা শহরের কৃষি ব্যাংক সড়কে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্যে মৃনাল কান্তি দাস আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ভোটারদের কাছে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার কৌশল তো ধরেন। এসময় মৃনালকান্তি মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত তাঁর নিজের নির্বাচনী আসনটিতে গত পাঁচ বছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সালতামাত তোলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


পরে নিজের হাজারো কর্মী সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন সড়কে নৌকার পক্ষে ভোট চেয়ে এক বর্ণাঢ্য মিছিল করেন মৃনাল কান্তি দাস।

Leave a Reply